“Oyster India Value Today” ইউটিউব চ্যানেলের জন্য নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে “মানবিক মূল্যবোধ-বিষয়ক” ভিডিও বানিয়ে আমাদের পাঠান। ভিডিওটি 5 থেকে 15 মিনিটের মধ্যে হলে ভালো। বাংলা, ইংরেজি ও হিন্দি – যে কোনো একটি ভাষায় ভিডিও-টি আপনি বানাতে পারেন। গ্রুপের সকল সদস্য ও সদস্যাগণ-এর কাছে সংগঠনের পক্ষ থেকে আমাদের এই আন্তরিক অনুরোধ রাখলাম। গ্রুপের বাইরের যে কেউও আমাদের এই শুভ প্রচেষ্টায় শামিল হতে পারেন। +91-9830823336 – এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বানানো ভিডিওটি পাঠাবেন। অসুবিধা হলে +91-9830823336 এই Telegram নাম্বারে ভিডিওটি পাঠাবেন। গুগল প্লে-স্টোর থেকে “Telegram” App ফ্রী ডাউনলোড করে নেওয়া যায়। ভিডিও বানানো ও পাঠানো-সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য এই নম্বরে ফোন করেও নিতে পারেন। আপনার পাঠানো ভিডিও-বক্তৃতাটির সঙ্গে থাম্বনেল ও ইন্ট্রো-ভিডিও যোগ করে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। মানবিক মূল্যবোধকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও আমরা সক্রিয় হতে চাই। আমরা অধীর আগ্রহে যথাশীঘ্র আপনার পাঠানো ভিডিও-টির অপেক্ষায় রইলাম…
— ধন্যবাদান্তে,
পায়েল বোস (এডিটর, “ভ্যালু টুডে”)
ধ্রুবজ্যোতি দাস (অ্যাসোসিয়েট এডিটর, “ভ্যালু টুডে”)
তপন কুমার পাল (প্রেসিডেন্ট, “অয়েস্টার ইন্ডিয়া”)
ডা. জাকির হোসেন লস্কর (সেক্রেটারি, “অয়েস্টার ইন্ডিয়া”)